আলমগীর কবির
২৮ সেপ্টেম্বর, ২০২৪
স্বপ্ন ডানা দাও মেলে দাও
ধীরে ধীরে যাচ্ছে কেটে আঁধার যত ঘোর কালো,
হাতছানিতে ডাকছে আকাশ ডাকছে নতুন ভোর-আলো।
ভোর ছড়াচ্ছে রঙের গুঁড়ো প্রতিক্ষা তার ফুড়ালো!
বনফুলের মায়াতে কি প্রাণ তোমাদের জুড়ালো?
পথের পিছু ছুটলে দেখবে গিয়েছে কত দূর আলো?
স্বপ্নডানা দাও মেলে দাও আকাশে দাও উড়ালও।
খুঁজছো তুমি, খুঁজছো তোমরা স্বপ্নপুরের সাঁকো, না?
ভীরু যারা আজকে তাদের হাত বাড়িয়ে ডাকো না,
আমরা যাবো আলোর খোঁজে সঙ্গে তোমরা থাকো না।
বাধার দেয়াল তুলতে পারবে পাহাড় নদীর বাঁকও না,
মা মাটি আর দেশের ছবি বুক পকেটে রাখো না।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন