অপু বড়ুয়া

  ২৮ সেপ্টেম্বর, ২০২৪

চাষির ছেলে

মোরগ ডাকা কাক সকালে

সবার আগে ওঠে-

উঠেই সোজা লাঙল কাঁধে

মাঠের দিকে ছোটে।

মাঠের ডাকে মন কি মানে

ভরবে যে মাঠ সোনার ধানে

বাজবে প্রাণে মধুর বাঁশি

ফুটবে হাসি মুখে;

ফসল বোনে চাষির ছেলে

থাকবে পরম সুখে।

সুখের টানে লাঙল কাঁধে

নিত্য ছোটে মাঠে

মাঠের বুকেই চাষির ছেলের

সারাজীবন কাটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close