সোমা মুৎসুদ্দী
১৪ সেপ্টেম্বর, ২০২৪
ভোলাদার গান
ভোলানাথ দাদা গায় সারেগামাপা
বৌদিও এনে দেয় লেবু রং চা
চা খেয়ে ভোলাদার সুর যায় বেড়ে
পাশের হারুদা বলে গলা বাজে হেরে।
তাই শুনে ভোলাদা তো ধরে আধুনিক
গান শুনে খোকা খুকি হাসে ফিকফিক
ভোলাদাও রেগেমেগে গায় ভাটিয়ালি
তেড়ে আসে লাঠি হাতে কলিদের মালি।
বৌদি বলল কানে গান কর বন্ধ
গানে তাল লয় নেই নেই কোনো ছন্দ
তাই শুনে ভোলাদাও ধরে গান পালা
শুনে সকলের তাতে গায়ে ওঠে জ্বালা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন