এম আলমগীর হোসেন

  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শরতের হাসি

বর্ষা শেষে নীল আকাশে

মেঘের ভেলা ভাসে,

শ্যামল দেশে মিষ্টি হেসে

শরৎ রানি আসে।

পুকুর ডোবা বিলে ঝিলে

শাপলা শালুক হাসে,

ঝিঙে মাচে ফিঙে নাচে

ফড়িং কচি ঘাসে।

নদীর কূলে কাশ ফুলেরা

নাচে শুভ্র কেশে,

মৃদু হাওয়ায় পাল তুলে নায়

যায় মাঝি দূর দেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close