শাহজালাল সুজন
১৪ সেপ্টেম্বর, ২০২৪
পাকা তালের ঘ্রাণ
ষড়ঋতুর বাংলাদেশে
হাতছানিতে উঠে হেসে
নয়া ভাদ্র মাস,
ভাদ্র মাসের তালের পিঠা
জিহ্বার রসে লাগে মিঠা
ছেড়ে শান্তির শ্বাস।
তাল কুড়াতে ছেলে-মেয়ে
ঘুরে বেড়ায় নেচে গেয়ে
গাছের পাশে রয়,
তাল পাতারই শব্দ শুনে
মনে হাজার স্বপ্ন বুনে
চুপিসারে কয়।
পাকা তালটি হঠাৎ পরে
দৌড়ে গিয়ে ঝাপটে ধরে
জুড়িয়ে যায় প্রাণ,
তাল নিয়ে তাই বাড়ি ফিরে
ভেসে আসে বাতাস ঘিরে
পাকা তালের ঘ্রাণ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন