আলমগীর কবির

  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অজানাকে জানা

বাইরে এসে যেই দাঁড়ালাম

মনটা আমার নেই হারালাম,

এলোমেলো দস্যি হাওয়া

কাটল চুলে বিলি;

একটা ফড়িং বলল হেসে

খোকন কোথায় ছিলি?

বিজ্ঞান বই বন্ধ করে

বন্য ফুলের গন্ধ ধরে,

আঁকাবাঁকা সরু পথে

পা বাড়ালাম সামনে;

একটা দোয়েল বলল ডেকে

ভালোবাসার খাম নে।

হঠাৎ দেখি গাছের ডালে

দুলছে ঘুড়ি নাচের তালে,

যার ঘুড়ি সে গাছের নিচে

একলা বসে হাঁপাচ্ছে!

বুক ধুকপুক চোখের পাতা

খুব বেদনায় কাঁপাচ্ছে!

চায় ফিরে সেই ঘুড়ি ছেলে

আমার কি আর জুড়ি মেলে!

তরতরিয়ে গাছে উঠে

দিই পেড়ে তার ঘুড়ি;

হঠাৎ যেন সে খুঁজে পায়

রঙিন স্বপ্নপুরী!

সামনে আরো ছুটতে থাকি

মাঠের খুশি লুটতে থাকি,

হঠাৎ যেন পিঠে পেলাম

রঙিন দুটি ডানা;

উড়ছি আমি কী উদ্দেশ্য

অজানাকে জানা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close