শচীন্দ্র নাথ গাইন
১৪ সেপ্টেম্বর, ২০২৪
তালের পিঠা
ভাদ্র মাসের তালের পিঠা
অতি প্রিয় খাবার
একবার তার স্বাদ পেলে মন
চায় পেতে তা আবার।
লালচে রঙের পিঠা ভারী
তুলতুলে ও নরম
সুস্বাদু তা কীযে লাগে
খেলে গরম গরম।
পাকা তালের ঘন রসের
দৃষ্টিকাড়া পিঠায়
শিশু-যুবা-বৃদ্ধ সবার
রসনা বেশ মিটার।
খোলা ভাপা পুলি বরফি
হরেক পিঠা তালের
গড়েন যারা মিশান তাতে
গুঁড়া আতপ চালের।
মন মণ্ডম গন্ধে বাতাস
তালের পিঠায় মাতায়
কাছে পেতে খোকা-খুকু
তাই তো থালায় হাতায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন