সাগর আহমেদ

  ১৪ সেপ্টেম্বর, ২০২৪

গোঁফওয়ালা পালোয়ান

অনেক অনেক দিন আগে চট্টগ্রামের আনোয়ারার ফুলতলা গ্রামে বাস করত এক গোঁফওয়ালা পালোয়ান। নাম তার মিজান শেখ। তার ছিল ইয়া বড় গোঁফ। দীর্ঘদিনের চর্চার ফলে তার গোঁফটাকে সামনে, পেছনে, ডাইনে, বাঁয়ে, ওপরে, নিচে নড়াতে পারত। ফুলতলা গ্রামের শিশু, কিশোররা কিন্তু এই গোঁফওয়ালা পালোয়ানকে খুব পছন্দ করত। কারণ গোঁফওয়ালা পালোয়ান বাচ্চা-কাচ্চাদের সঙ্গে খেলতে খুব পছন্দ করত এবং বাচ্চাদের সে গাছ থেকে আম, জাম, লিচু, কাঁঠাল, গোলাপজাম ইত্যাদি পেড়ে খাওয়াত।

কীভাবে? তার ইয়া বড় সেই গোঁফটি ব্যবহার করে। যেমন ধরো, দুষ্ট ছেলের দল কোনো উঁচু আমগাছে আমের নাগাল না পেলে গোঁফওয়ালা পালোয়ানকে এসে বলত, গোঁফওয়ালা পালোয়ান চাচা, আমাদের ওই উঁচু আমগাছের আমগুলো পেড়ে দাও। আর তক্ষুনি গোঁফওয়ালা পালোয়ান মিজান শেখ তার মস্ত বড় গোঁফ ওপরে তুলে আমগুলোর সঙ্গে জড়িয়ে হেঁচকা টান দিত। অমনি আম মাটিতে পড়ত টুপটাপ করে। আর শিশু, কিশোররা সেই আম কুড়িয়ে নিয়ে হইচই করতে করতে বাসায় ফিরে যেত।

একবার কর্ণফুলী নদীতে গোঁফওয়ালা পালোয়ান শিশু-কিশোরদের সঙ্গে নৌ-ভ্রমণে গেল। তীব্র খরস্রোতা নদীর জলে নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। গোঁফওয়ালা পালোয়ান বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে চলেছে। তার বেখেয়ালের ফলে কখন যে তার বিশাল গোঁফ নদীর জলে ডুবে নদীর স্রোত ও নৌকার সঙ্গে ভেসে চলেছে, তা সে খেয়াল করেনি। হঠাৎ মস্ত বড় একটা বোয়াল মাছ জড়িয়ে গেল পালোয়ানের গোঁফের সঙ্গে। পালোয়ান গোঁফে টান ও ওজন অনুভব করে গোঁফ ধরে টানতে টানতে বোয়াল মাছটাকে নৌকায় ধপাস করে ফেলল। আর বাচ্চারা খুশিতে যথারীতি হইচই করে উঠল। গোঁফওয়ালা পালোয়ান সেই বিশাল আকৃতির কিং সাইজের বোয়াল মাছটাকে বাসায় এনে গিন্নিকে দিয়ে রান্না করিয়ে গ্রামের শিশু, কিশোরদের দাওয়াত করে খাওয়াল। শিশু-কিশোরের দল তো বেজায় খুশি। তারা খাওয়া-দাওয়া সেরে পালোয়ান মিজান শেখকে নিয়ে আনন্দ মিছিল বের করল।

এভাবেই দিন যায়। দেখতে দেখতে বাংলা নববর্ষ চলে এলো। বৈশাখ মাস। এ মাসে চট্টগ্রামের লালদীঘির ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার আয়োজন হয়। সেই ১৯০৯ সাল থেকে এই বলীখেলা চট্টগ্রামে হয়ে আসছে। এটা আসলে এক ধরনের কুস্তি। আর কুস্তি খেলায় গোঁফওয়ালা পালোয়ান মিজান শেখের অনেক নামডাক। কাজেই জব্বারের বলীখেলার আয়োজনে যথাসময়ে তার ডাক পড়ল। সে একের পর এক বলী কুস্তিগিরদের হারিয়ে অবশেষে ফাইনালে চলে গেল। ফাইনালে গোঁফওয়ালা পালোয়ানের প্রতিদ্বন্দ্বী নামকরা উপজাতীয় বলী কুস্তিগির মর্মর সিং।

মর্মর সিং তরুণ, অন্যদিকে মিজান শেখের বেশ বয়স হয়েছে তখন। সে ফাইনাল খেলায় অনেকক্ষণ ধরে সমানে সমানে ফাইট দিলেও, শেষ পর্যন্ত আর পেরে উঠছিল না। উপস্থিত শিশু-কিশোররা তাকে উৎসাহ দিচ্ছিল। হঠাৎ গোঁফওয়ালা পালোয়ান এক কাণ্ড করে বসল। সে মর্মর সিংকে তার গোঁফে পেঁচিয়ে দিল এক আছাড়। আছাড় খেয়ে মর্মর সিং বলীখেলার মাঠে গড়াগড়ি দিতে লাগল, আর উঠতে পারল না। অবশেষে গোঁফওয়ালা পালোয়ানকে বিজয়ী ঘোষণা করা হলো। ফুলতলা গ্রামের শিশু-কিশোররা সবাই গোঁফওয়ালা পালোয়ান মিজান শেখকে কাঁধে চড়িয়ে, তার গোঁফটাকে নানা রং মেখে সাজিয়ে বিজয় মিছিল বের করল। সে কি আনন্দ! সে কি উচ্ছ্বাস! তা আর কী বলব?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close