কাজল নিশি
০৩ আগস্ট, ২০২৪
মেঘ গুড়গুড়
আষাঢ়-শ্রাবণ মেঘ গুড়গুড়
ঝরঝরিয়ে ঝরে
পাড়ায় পাড়ায় খিচুড়ির ধুম
ইলিশ ভাজা করে।
টাপুরটুপুর বৃষ্টি দেখে
চাতক পাখি ছুটে
দুরন্ত ওই কিশোরগুলো
আনন্দ নেয় লুটে।
কাদা জলে গড়াগড়ি
বৃষ্টি পড়ে মুখে
ঝাপটা মারে কানা বকে
জল থইথই সুখে!
এমন সময় একই সুরে
ঘ্যাঙর ঘ্যাঙর গায়
দল হারিয়ে একটা বানর
নাচ করে লাফায়!
বিশ্বভুবন ঘুরে ঘুরে
যতই দেখ তুমি
বলবে ঠিকই সেরার সেরা
আমার জন্মভূমি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন