আলমগীর কবির
০৩ আগস্ট, ২০২৪
জোনাকিদের নিমন্ত্রণ
চাঁদ ঘুমালো না না না আজ চাঁদের চোখে ঘুম নাই,
মেঘ আকাশে আছে তবে বৃষ্টির রুমঝুম নাই!
মেঘ আকাশে ছন্নছাড়া হাসলে গালে টোল নাই,
চাঁদ একাকী যাচ্ছে দুলে নীল আকাশের দোলনায়!
পড়তে পড়তে ঘুম এসে যায় হঠাৎ দেখি জোনাকি,
কাছে গিয়ে প্রশ্ন করি স্বপ্ন চোখে বোনা কি?
জানালা বন্ধ ছিল বলে বাইরে ছিল বাকিরা,
এমন রাতে খুঁজতে থাকি কোথায় গানের পাখিরা?
চন্দ্র তারা দূর আকাশে বেড়ায় শুধু সাঁতরে,
মায়ের কাছে গল্প শুনি জোসনা ঝরা রাত্রে!
আলোয় আলোয় ভরে গেছে দূরের মাঠ আর সবুজ বন,
জোনাকিদের আজকে দিলাম গল্প শোনার নিমন্ত্রণ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন