জিকরুল ইসলাম

  ০৩ আগস্ট, ২০২৪

জীবনের লক্ষ্য

বড় হয়ে কি হতে চাও

প্রশ্ন করেন স্যার

বাবা বলে হবে তুমি

বড় ইঞ্জিনিয়ার।

মায়ের কথা হতে হবে

দেশের সেরা উকিল

কাছে থাকলে আইনের লোক

থাকে না মুশকিল।

দাদা বলে হও মাস্টার

ধরো বংশের হাল

মরলে আমি আমার স্থান

নেবে তুমি কাল।

ভাইয়া বলে ডাক্তারিতে

টাকা আছে বেশ

আরাম করে দিন কাটাবে

সুখের নেই েেতা শেষ।

স্যারে বলে এসব থেকে

বেছে নেবে কোনটা

বলি আমি মানুষ হবো

বলে আমার মনটা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close