সোমা মুৎসুদ্দী

  ০৩ আগস্ট, ২০২৪

মেঘের দেশে

মেঘের দেশে যাবে খোকা

মেঘের ভেলায় চড়ে

উদাস মনে তাই তো খোকা

ভাবছে বসে ঘরে।

মেঘ বালিকা পাঠায় চিঠি

মেঘের খামে আজ

চিঠি পড়ে নতুন জামায়

করলো খোকা সাজ।

মেঘের দেশে মেঘের ঘরে

থাকবে খোকা সুখে

মেঘের মেয়ে মিষ্টি সেমাই

দেবে খোকার মুখে।

খাবার খেয়ে খোকনসোনা

দেবে সুখেই ঘুম

মেঘ পরীটা এসে খোকার

কপালে দেয় চুম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close