সুব্রত চৌধুরী
১৩ জুলাই, ২০২৪
কালো মেঘে ছেয়ে
হাতির মতো কালো মেঘে
আকাশ গেল ছেয়ে,
হাতির শুঁড়ে ঢালে পানি
খোকা ওঠে নেয়ে।
জারুল, পারুল ভিজছে খুশে
গাইছে কোলা ব্যাঙ,
কচুপাতা ব্যাঙের ছাতা
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
পুকুর জলে ঘাঁইটি মারে
কাতাল, বোয়াল মাছে,
কদম মালা গলায় খুকু
ধেতাং ধেতাং নাচে।
মাছের খোঁজে পানকৌড়িটা
ভাসে পুকুর জলে,
ঝিরি ঝিরি হাওয়ায় কদম
ছন্দে ছন্দে দোলে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন