নওশাদ নেসার

  ১৮ নভেম্বর, ২০২৩

কৃষানির হাসি

শিশির ভেজা ঘাসে

ঘাসফড়িং আসে

সূর্যিমামা উদয় হলে

খকখকিয়ে কাশে।

রাত্রিবেলা ঝাড়ে

জোনাকিরা বাড়ে

টিপি টিপি আলো জ্বালায়

নিকষ অন্ধকারে।

মিঠা মিঠা ঘ্রাণ

ঘরে সোনার ধান

কৃষানির মুখে তাই

হাসি অফুরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close