সোমা মুৎসুদ্দী
১৮ নভেম্বর, ২০২৩
হেমন্ত এলে তাই

হেমন্ত এলে তাই মন ভরে পাখি গায়
সবুজ ওই খেতগুলো স্নিগ্ধ পরশ পায়।
কৃষকরা দল বেঁধে ছুটে যায় মাঠে
হাটুরেও দলে দলে চলে যায় হাটে।
নবান্ন এলো বুঝি কৃষাণীর হাসিতে
হেমন্ত সুর ওঠে রাখালের বাঁশিতে।
সবুজ পাতারা দোলে মনের সুখেতে
খেলা শেষে ফিরে খোকা মায়ের বুকেতে।
বিকেলের সোনা রোদে খুশি আঁকিবুঁকি
তার ফাঁকে হেমন্ত দিয়ে যায় উঁকি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন