সাঈদুর রহমান লিটন

  ১৮ নভেম্বর, ২০২৩

সত্য হলো অগ্নিশিখা

খুব’যে খুশি হচ্ছো তুমি আঁধার রাতে একা

আঁধার আলো জীবন পথে নিয়ম করে দেখা।

ভালো-মন্দ যায় না চেনা অবুঝ হলে মনে

অন্ধকার, আপন করে আলো ফেললে বনে।

লাভের পিছে ছুটতে গিয়ে আসল ফেলে রাখো,

সত্য কথা লুকাতে গিয়ে ছাই চাপাতে ঢাকো।

বিবেক আজ বধির করে কানে দিয়েছো তালা,

নিজের ফোরে যায় না কথা হৃদয়ে তাই জ্বালা।

উচিত কথা শুনলে পরে মুখ ফিরিয়ে বসো,

পক্ষে গেলে নাখোশ কথা উচিত করে কষো।

চলার পথে বক্ররেখা ভীষণ ভালো বাসো

সহজ পথে দেখলে কারো মুচকি দিয়ে হাসো।

সত্য হলো, অগ্নিশিখা আলো সেথায় জ্বলে

সত্য পথে থাকলে সবে ভালো মানুষ বলে।

দিনের আলো মনের ধারা দিব্য চোখে চেনো,

চিন্তা করে সঠিক পথ নরম দিলে মেনো।

মিথ্যা পথে মালা পেলেও তার মূল্য কম

বিচার হলে বুঝবে তুমি সেটাই ছিল যম।

আঁধার পথে না যেয়ে আর সত্য পথ ধরো

সমাজ দেখো রাখবে মনে যদিও তুমি মরো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close