শাহ আলম বিল্লাল

  ১৮ নভেম্বর, ২০২৩

শীত এসেছে

শীত এসেছে শীত এসেছে

পড়ছে শিশির ঘাসে

শীতল হাওয়া লাগছে গায়ে

শীতের আমেজ আসে।

দূর্বা ঘাসে পা ধুয়ে দেয়

হাঁটতে গেলে প্রাতে

কুয়াশাতে ঢাকা থাকে

যায় দেখা যায় রাতে।

শীতের পোশাক গায়ে দিয়ে

খেলবে খোকাখুকি

কখন জানি সূর্যমামা

একটু দেবে উঁকি।

ঠাণ্ডা পানি হয়নি গোসল

উঠবে কখন মামা

নাওয়া-খাওয়া সেরে এবার

পড়ব গরম জামা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close