জোবাইদুল ইসলাম

  ১৮ নভেম্বর, ২০২৩

দাও বাড়িয়ে হাত

পথের ধারে থেকে যারা

কষ্টে কাটায় রাত

দাও বাড়িয়ে তাদের তরে

একটু তোমার হাত।

গরম কাপড় গায়ে তুমি

আরাম যে পাও খুব

তাদের কথা চিন্তা করে

যাও কী হয়ে চুপ!

নেই তো তাদের গায়ে জামা

নেই তো কোনো ঘর

কষ্টে কাটে জীবন তাদের

কষ্ট জীবনভর।

একটি জামা দাও পরিয়ে

তাদের খালি গায়

গরম কাপড় গায়ে তারা

যেন আরাম পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close