আইউব সৈয়দ

  ১৮ নভেম্বর, ২০২৩

হেমন্ত

ক.

শিশির ছোঁয়া

সকালবেলা

ছাতিম ফুলের ছন্দ,

হিমেল বোলে

নেচে বেড়ায়

কাঁচা রোদের গন্ধ।

উঠান জুড়ে

পাতার সুর

ঋতু রঙের খেলা,

লুটিয়ে পড়ে

হেমন্তিকা

নেই কো অবহেলা।

খ.

হিমেল ভোরে হাওয়া এলো,

আবেগশৈলী চমক পেলো।

ছাতিম ছন্দ ডাইনে বায়,

বিধান মেনে দোয়েল গায়।

গাঁও নগরে আঘন মন,

সৎ-সুন্দর প্রীতির ক্ষণ।

এ যেন এক...

হিসাব কষা দীঘল নাড়া,

জীবন-জাগা ঋতুর সাড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close