অপু চৌধুরী

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

আমাদের দেশ

কী যে শোভাময় আমাদের দেশ

কারো আছে কি তা জানা?

সবুজের সাথে মিশে গেছে দেখ

আকাশের শামিয়ানা।

পাতি তিলি হাঁস পান্না কোকিল

কত ফুল ফল পাখি

বনানীর ফাঁকে রঙ ছবি আঁকে

পুলকিত মনে আঁখি।

উঁচু-নিচু মাঠ কত শত ঢিবি

সবুজে গিয়েছে ঢেকে

পিচঢালা সেই রম্য সরণি

ললাট দিয়েছে এঁকে।

এখানে ভীষণ খুশি কল্লোল

বনের প্রাণীরা মিলে

পরিযায়ী উড়ে জলাশয় বাঁকে

আকাশ ঘোরায় চিলে।

নীল কমলের বুনো হাসি মুখ

সূর্য আলোতে ঢেকে

সাঁঝ হলে পরে শিশিরে শিশিরে

রূপের মিতালি দেখে

সোনালি ধানের হলুদ শিষেরা

মনের মাধুরী খুলে

অপরূপ সাজে রূপায়িত মা’র

গান করে দুলে দুলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close