নূরুল নাহিদ

  ০৩ জুন, ২০২৩

প্রজাপতি

মিষ্টি ফুলের ঘ্রাণে ঘ্রাণে

প্রজাপতি উড়ে

ফুলের মধু খেয়ে আবার

এদিক-ওদিক ঘুরে।

মনের সুখে হঠাৎ করে

যখন মেলে পাখা

প্রজাপতির এমন খেলায়

যায় না বসে থাকা।

আমার যদি থাকত পাখা

ভাবি মনে মনে

ফুলে ফুলে উড়তাম তখন

প্রজাপতির সনে।

মনের কথা বলতাম আমি

চুপি চুপি কানে

সারাবেলা কাটত সময়

গুনগুনিয়ে গানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close