জান্নাত মিমি

  ০৩ জুন, ২০২৩

জ্যৈষ্ঠ ফলের মাস

জ্যৈষ্ঠ এলো গাছে গাছে

লাল টুকটুক আম

ময়না শালিক ডালে বসে

খাচ্ছে পাকা জাম।

হাটবাজার ও গ্রাম ভেসেছে

কাঁঠাল পাকা গন্ধে

দস্যি ছেলে বলছে ডেকে

ডুব-সাঁতারে মন দে।

বৃষ্টি জলে স্নান করেছে

হলুদ কদম ফুল

ঝড়ের বেলায় আম কুড়াতে

হয় না কভু ভুল।

জ্যৈষ্ঠ মানে ফলের মেলা

আমণ্ডকাঁঠাল ও লিচু

দুধ ভাতে যেই গাছ পাকা আম

আর লাগে না কিছু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close