সুফিয়ান আহমদ চৌধুরী
০৩ জুন, ২০২৩
আমার মা

সকালবেলা মায়ের ডাকে
ছুটত রোজ ঘুম,
আদরে মা তো দিতেন রোজ
কপালে মিষ্টি চুম।
মায়ের মায়া মায়ের ছায়া
আজও দেখি পাশে,
মায়ের ছবি ভাসছে চোখে
আমার মা তো হাসে।
মায়ের আঁচলে লুকিয়ে মুখ
সব দুঃখ ভোলা,
শৈশববেলা রঙিন দিন
দেয় তো মনে দোলা।
যায় না ভোলা মাকে আমার
আমার মা তো কাছে,
মায়ের কথা পড়ছে মনে
যতনে মনে আছে।
চলার পথে মায়ের ছায়া
দেয় তো ছায়া রোজ,
আমার মাকে আমার মন
করে যে তাই খোঁজ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন