সোমা মুৎসুদ্দী

  ০১ এপ্রিল, ২০২৩

প্রজাপতি রংধনু রং

প্রজাপতি রংধনু রং কোথায় ছড়ায় আলো

কোন দেশেরই আলো ছায়া লাগে ভীষণ ভালো।

কোন দেশেতে নদীর মাঝে নৌকা চলে সারি

কোন দেশেতে সাঁঝের বেলা ফিরল খোকা বাড়ি।

সেই দেশেতে শেখ মুজিবুর আনল স্বাধীনতা

সেই দেশেতে যুদ্ধ জয়ের শুনবে সত্যি কথা।

রূপকথা নয় রূপকথা নয় বাংলাদেশের মাটি

লক্ষ শহীদ জীবন দিয়ে সাজায় পরিপাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close