মো. আবদুর রাজ্জাক রন্জু

  ২৫ মার্চ, ২০২৩

স্বাধীনতার কথা

ছোট্ট সোনামণি শোনো

স্বাধীনতার কথা

একাত্তরের যুদ্ধ স্মৃতি

আর সে বিজয়গাথা।

ব্রিটিশ গেল স্বাধীন হলো

ভারত পাকিস্তান

শোষণ-জুলুম ভিন্ন রূপে

রইল বিদ্যমান !

স্বাধীনচেতা শেখ মুজিবের

তীব্র প্রতিবাদ

দেশের টানে বাঙালিরা

মিলাল যে কাঁধ।

স্বাধীনতার লড়াই শুরু

অস্ত্র লাঠি হাতে

শেখ মুজিবের আহ্বানে

যা ছিল যার সঙ্গে।

তাই নিয়ে সব যুদ্ধে লড়ে

জীবন দিল হেসে

শাহাদতের রক্তে এ দেশ

স্বাধীন অবশেষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close