রাজীব হাসান

  ২৫ মার্চ, ২০২৩

আমার সবুজ দেশে

সবুজ শ্যামল আমার দেশে

সূর্যটাও বলছে হেসে

বাংলা ভালোবাসি;

তাই, রাত্রিশেষে দলেবলে

সবাই ফিরে আসি।

মাঠের পরে মাঠ জেগে যায়

দিনের আলো গাঁয়ে জড়ায়

খোলা মাঠে বসে

হলুদ বরণ ধানের শিষে

হিসাব মনে কষে।

ফুল-চাষিরা ফুল তুলে নেয়

গোলাপ-গাধায় সার পানি দেয়

বাড়বে ফলন গাছের

একেক গাছে ফুল ফুটেছে

একেক রকম ধাচের।

মাঝিরা সব নৌকা যে বায়

ঠাণ্ডা হাওয়ায় শরীর কাঁপায়

নদীর জলে নেমে

হাড়-কাঁপানো শীতেও জাল

টানছে থেমে থেমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close