জাহাঙ্গীর আলম

  ২৫ মার্চ, ২০২৩

আমার জন্মভূমি

জননী হে জন্মভূমি

আমার বাংলাদেশ,

তোমার কোলে জন্মে মাগো

নেইকো সুখের শেষ।

সবুজ শ্যামল বাংলাদেশের

তুলনা নেই যার,

প্রকৃতির এই লীলাভূমি

পাওয়া বড্ড ভার।

সোনার ফসল ফলাই মোরা

ঘোলা ভরা ধান,

গোয়াল ভরা গরু আছে

হাসি মুখে পান।

খালে-বিলে নদীনালায়

আছে কত মাছ,

গাছগাছালির ডালে পালে

পাখপাখালির নাচ।

তোমার মতো সুন্দর দেশ

অন্য কোথাও নাই।

এমন দেশে জন্মে মাগো

ধন্য হলাম তাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close