মো. জাহিদুল ইসলাম

  ২৫ মার্চ, ২০২৩

স্বাধীনতার গান

নির্ভয়ে আজ ফুল ফোটে ওই

সব পাখিরা উড়ে

আঁধার যত কেটে গেছে

সূর্য রাঙা ভোরে।

মায়ের ছেলে মায়ের কোলে

ঘুমায় দারুণ সুখে

স্বাধীনতার গান শোনা যায়

সবার মুখে মুখে।

মাঠ ভরেছে সোনার ধানে

বাতাস তাতে খেলে

জন্ম থেকেই স্বাধীনতার

মালা তুমি পেলে।

বুকের রক্ত ঢেলে যারা

আনল স্বাধীনতা

আমরা যেন যাই না ভুলে

কভু তাদের কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close