আনোয়ার রশিদ
১৮ মার্চ, ২০২৩
মার্চ মানে

মার্চ মানে স্বাধীনতা
মুক্তির ডাক,
মার্চ মাসে ফিরে আসে
স্বদেশের বাঁক।
মার্চ মানে তাণ্ডব
কত আহাজারি,
মার্চ মাসে পুড়ে দেয়
শত ঘর-বাড়ি।
মার্চ মানে হাহাকার
কান্নার রোল,
মার্চ মাসে খালি হয়
জননীর কোল।
মার্চ মানে প্রতিবাদ
পাকিদের তাড়ানো,
জানমাল বিলে দিয়ে
এক হয়ে দাঁড়ানো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন