রুহুল আমিন রাকিব

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

হাসে প্রকৃতি

একটু রোদের ছোঁয়া পেতে

ঝাঁক বেঁধে সব আসে

নানান রঙের পাখিগুলো

হাওর বিলে ভাসে।

আহার খোঁজে ছড়িয়ে থাকে

এদিক-সেদিক জুড়ে

ধরবে না তো ওদের কেউ

আসলে কাছে ওড়ে।

খেয়াল রাখব ওদের প্রতি

ওরা যে অতিথি

আসলে ওরা সোনার দেশে

হাসে যে প্রকৃতি।

শীতের শেষে চলে যাবে

ওদের আপন দেশে

পরিযায়ী আসে রে ভাই

একটু সুখের আশে।

মুগ্ধ করে ওদের কথা

নানা রকম সুর

ওদের বাড়ি নয়তো এ দেশ

হাজার মাইল দূর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close