reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

শীত

নূর মোহাম্মদ দীন

শীত নামে শহরে

আমাদের গাঁয়

শীত নামে বিকেলে

আরো সন্ধ্যায়।

রাত এলে এসে যায়

হিম হিম বুড়ি

কামড় বসিয়ে দেয়

শীত দাঁত কুড়ি।

থরথর কেঁপে উঠি

কোথায় লুকাই?

শীতের বুড়ির ডরে

লেপ তলে যাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close