reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

শীতের সকাল

শফিক শাহরিয়ার

সকাল বেলা পুবের পাটে সূর্য ও?ঠে,

এদিক-ওদিক মানুষগুলো কাজে ছুটে।

সকালবেলা হতো যদি মেঘে ঢাকা,

কিছু মানুষ ঘরে বসে আলসে থাকা।

অলসতার ধূসর স্বপন হাওয়ায় লুটে।

সকালটা খুব ভালো লাগে মিষ্টি রোদে,

ইচ্ছে করে বসে থাকি কোমল বোধে।

বৃদ্ধ জোয়ান শিশুর মুখে হাসি ফুটে।

সারা দিনের কাজের গতি দ্বিগুণ বাড়ে,

সূর্যি মামার খুশির ঝিলিক নজর কাড়ে।

বিষণ্নতার আকাশ থেকে মেঘ যে টুটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close