আনোয়ারুল হক নোমান

  ০৩ ডিসেম্বর, ২০২২

বনের পাখি

বনের পাখি যায় না কভু

নজর করে রাখা

একই আকার একই বাহার

নানান রঙে আঁকা;

নাই বা মোরা জানতে পারি

তাদের পরিচিতি

পাখির কাছে পাখির আকার

আছে পরিমিতি।

শালিক-শ্যামা, ময়না-টিয়া

বন বনানী জুড়ে

প্রকৃতিটা রাঙিয়ে তুলে

মন মাতানো সুরে।

একটি মানব বুঝত তাদের

দুঃখ-সুখের তান

মসনদি পয়গাম্বর তিনি

নবী সোলায়মান।

বনের পাখি দেহাত বুকে

বৃক্ষ তরুর আলো;

শ্যামল ছায়া মাটির মায়া

লাগে অনেক ভালো।

মুক্ত মনে পাখপাখালি

কলতানে জাগে

স্রষ্টা মহান সৃষ্টি তাহার

বড়ই মধুর লাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close