মুক্তা রানী দেবী

  ০৩ ডিসেম্বর, ২০২২

রঙের দেশ

রঙের দেশে উড়ব আমি

পরীর ডানায় চড়ে,

লুকোচুরি চলে যেমন

মেঘের সাদা ঘরে।

শিশির ঘন আঁধার ঢেকে

করে যে রোজ খেলা,

ডানায় আকাশ ছুঁয়ে ছুঁয়ে

বসে পাখির মেলা।

চাঁদের মেয়ে তারা খেলে

সন্ধ্যাকাশের বুকে,

মিটিমিটি হাসির ঝিলিক

উপচে পড়ে মুখে।

মেঘেরা সব লুকোচুরির

ওড়াউড়ি খেলায়

ডিগবাজিতে মাতাল হয়ে

মিলে তারার মেলায়।

সাতটি রঙের মেলা বসে

রবি যখন চাই,

এমন মজার দেশটি বলো

কোথায় পাব ভাই!

উড়াল শেষে মেঘ বালিকার

সাতরঙা এক শাড়ি

খুঁজে নিয়ে মায়ের জন্য

ফিরব তবে বাড়ি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close