স্বপন শর্মা

  ০৩ ডিসেম্বর, ২০২২

সুতার ফাঁদ ও শালিক

উড়ছে একলা একটা শালিক একটা ধানের খেতে,

দুইটা শালিক কৌশল করেন টাটকা ফড়িং খেতে।

সরষে খেতের আলের ওপর বসল এবার উড়ে

দুইটা ফড়িং ঘাসের আগায় খেলছে খানিক দূরে।

দেখতে পেলেন ফড়িং দুইটা, নাদুসনুদুস কত?

ভাবছে শালিক ধরতে পারলে ভীষণ মজা হতো

দুই শালিকের মনের ভেতর জাগছে দারুণ ক্ষোভ

কখন পাবেন ঠোঁটের কাছে সইছে না সেই লোভ।

একটা ফড়িং ঘাসের ডগায় তিড়িংবিড়িং নাচে-

একটা আবার সাবধানে খুব লুকায় ধানের গাছে।

এসব যখন দেখতে পেলেন লাগছে দারুণ কি যে

খুব হুশিয়ার উড়িয়ে ডানায় শালিক এলেন নিজে।

ভাবতে থাকেন ক্যামনে খাবেন ঠোকরে না হয় চিবে

তখন দেখেন জল এসে যায় শালিক পাখির জিভে।

এক পা ফেলেন ধরতে ফড়িং, একটু সাহস পান

হঠাৎ তখন বুঝতে পারেন সেই পায়ে খুব টান।

তাকিয়ে দেখেন লাইলন সুতা জড়িয়ে ধরছে পায়ে

বাঁধন খোলার খুব কসরত ক্ষমতা দেখায় গায়ে

বুঝতে পারেন শালিক-যুগল তখন ভীষণ কাঁদে

এবার জীবন ঘটল পতন পড়ছে সুতার ফাঁদে।

শিকারির টোপ ফড়িং দুইটা বুঝল শালিক তাই

সকল সময় সকল কিছুর বাসনা করতে নাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close