জোবাইদুল ইসলাম

  ০৩ ডিসেম্বর, ২০২২

সুবাস ছড়ানো শিউলি

ধবধবে সাদা। গায়ে নেই কাদা। রাতে ফোটে ফুল। দিনে যায় ঝরে। সুগন্ধ ছড়ায় সারা বাড়ি ভরে। এমন এক সুগন্ধী ফুলের নাম শিউলি। শিউলি দিনের আলো দেখতে পায় না। কারণ এই ফুল সন্ধ্যায় ফোটে আর ভোরে সূর্য ওঠার আগেই ঝরে পড়ে। ঝরা শিউলির ওপর শিশির পড়ে শিউলির রূপকে আরো অপরূপ করে তোলে। শরৎকালে ফোটে এই ফুল। ছয়-সাত পাপড়ির এই ধবধবে সাদা ফুলটির নিচে কমলা রঙের একটি টিউবের মতো থাকে। ফুলটি দেখে চোখ জুড়িয়ে যায়। হাতে নিয়ে নাকে ফুলের সুবাস নিতে মন চায়। এমনই মনলোভা ফুল শিউলি।

আমাদের এ দেশে একেক ঋতুতে একেক ধরনের ফুল ফোটে। এই ফুলগুলো দেখতে যেমন অপরূপ লাগে; ঠিক তেমনি আমাদের মনটাকেও আনন্দে ভরিয়ে তোলে। এই যেমন বর্ষায় কদমফুল। শরতে কাশফুল, শিউলি, কামিনী। এ ছাড়া কিছু ফুল আছে যেগুলো সারা বছরই ফোটে যেমন গোলাপ, জবা, বেলি, গন্ধরাজ ইত্যাদি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ফুলের একটি অনন্য প্রভাব আছে আমাদের মনের ওপর। কারণ যখনই আমরা কোনো ফুল দেখি তখন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। ফুলকে আমরা হাত দিয়ে স্পর্শ করে এক অন্যরকম আনন্দানুভব করি। আমরা যখন বিষণ্নœ থাকি তখন ফুলের অনিন্দ্য সৌন্দর্য আমাদের সেই বিষণ্নতাকে দূর করে দেয়। মনে ছড়িয়ে দেয় আনন্দানুভূতি।

শিউলির রূপ-বৈশিষ্ট্য আমার মনে কিছু ধারণার অবতারণা করে। যেমন শিউলির ধবধবে সাদা রঙের মতো আমাদের মনটাও সাদা হওয়া দরকার। শিউলি যেমন রাতে ফোটে সূর্য ওঠার আগে ঝরে যায়, তেমনি মানুষের ওপর আমাদের সব রাগ-অভিমানও ঝরে যাওয়া উচিত। শিউলি যেমন সুবাস ছড়িয়ে মানুষের মনে আনন্দানুভূতি সৃষ্টি করে; তেমনি আমরাও ভালো কাজের মাধ্যমে সমাজে সুবাস ছড়াতে পারি। শিউলির রূপ দেখে মানুষ যেমন মুগ্ধ হয়, হাতে নিয়ে সুবাস নিতে চায়। তেমনি আমাদেরও এমন মানুষ হওয়ার চেষ্টা করা দরকার যাতে মানুষ আমাদের দেখলে খুশি হয়ে কাছে টেনে নিতে চায়। সবাইকে শিশির ভেজা শিউলির শুভেচ্ছা জানিয়ে লেখার ইতি টানছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close