reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২২

ঠাণ্ডা হাওয়া

শাহীন খান

ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়া লাগছে ভালো খুব যে

কবির হৃদয় ভাব নদীতে দেয় সে মজার ডুব যে।

ফুল সুরভি পাই যে আমি বসে নদীর কূলটায়

গাঁয়ের বধূ পরেন বেলি লম্বা কালো চুলটায়।

ধানের শোভা মনোলোভা দেখতে দারুণ দৃশ্য

এক নিমেষে হয়রে ধনী ছিল যত নিঃস্ব।

নবান্নেরই ছোঁয়া লাগে পাড়ায় পাড়ায় খুব যে

চাষি ভাইয়া কাজের মাঝে দেন যে তিনি ডুব যে।

বটের তলে বাজে বাঁশি মিষ্টিমধুর সুর বয়

মনের ব্যথা কষ্ট যত এক নিমেষে দূর হয়।

গাছপালা সব সবুজ সতেজ দারুণ পরিবেশটা

নব সাজে সাজে আমার বাংলা নামক দেশটা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close