
২৬ নভেম্বর, ২০২২
নৌ ভ্রমণে চল
মেশকাতুন নাহার

কোথায় বন্ধু-বান্ধবীরা
একত্র হই সবে,
বনভোজনে চল যাব
দারুণ মজা হবে।
মেঘনার বুকে চর জেগেছে
খুব মনোহর চিত্র,
পাখি দেখে মন জুড়াবে
চল সকল মিত্র।
নদীর বুকে সোনালি রোদ
ঝিকিমিকি হাসে,
ছোট ছোট ডিঙি নৌকা
জলের ওপর ভাসে।
নৌ ভ্রমণে গল্প, আড্ডা
গাইব পল্লীগীতি,
ফুর্তি করব সারাটা দিন
ছড়িয়ে বেশ প্রীতি।
ইলিশ ভাজা তাজা তাজা
খাব মজা করে,
মন মাঝারে এমন স্মৃতি
রাখব ছবি করে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন