
২৬ নভেম্বর, ২০২২
শীত এসেছে
মো. জাহিদুল ইসলাম

হেমন্তেরই ঝিম আকাশে
হিম জমেছে ওই
শীত এসেছে শীত এসেছে
বরণ-মালা কই।
খই-মুড়ি আর পিঠাণ্ডপুলি
ভাজতে হবে সব
শীতের বুড়ি চপচপিয়ে
খাবে যে গবগব।
আপ্যায়নের কমতি হলে
ধরতে পারে জিদ
কুয়াশারই ঝাপ নামিয়ে
বাড়িয়ে দেবে শীত।
শীত এসেছে শুনেই কাঁপে
আমণ্ডকাঁঠালের পাতা
বের কর সব গরম কাপড়
লেপ-কম্বল-কাঁথা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন