শচীন্দ্রনাথ গাইন

  ০৮ অক্টোবর, ২০২২

পুজোর খুশি

তোমরা যারা পুজোর সময়

সুখের বানে ভাসো

হইহল্লায় মেতে থেকে

স্বজন মিলে হাসো।

রং ঝলমল পোশাক পরে

দারুণ সাজা সাজো

উল্লাসে-উচ্ছ্বাসে গুটাও

নিত্যদিনের কাজও।

মণ্ডামিঠাই খেয়ে বড়ই

তৃপ্তি ঢেকুর তোলো

ফুরফুরে মন নিয়ে ঘুরে

নাগরদোলায় দোলো।

মা-কাকিদের পেছন ছুটে

বায়না কতই ধরো

মানতে দাবি দেরি হলে

কাঁপাও বাড়িঘরও।

খরচাপাতির বাজেট তোমার

একটু করে খাটো

নিঃস্ব যারা হাত বাড়িয়ে

তাদের দিকে হাঁটো।

আদুল গায়ে কাটায় যারা

ছলছলে দুই চোখও

পুজোর খুশি বিলিয়ে দিতে

তাদের দিকে ঝোঁকো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close