নাসরীন জামান

  ০১ অক্টোবর, ২০২২

সকালের সোনারোদ

সকালের জানালার কাচটার পাশে

ঝিলমিল খিলখিল সোনারোদ হাসে।

রোদমাখা চকচকে নারকেল পাতা

পথিকের মাথা জুড়ে মেলে দেয় ছাতা।

রবি মামা খুলে জামা আকাশের গায়ে

উবু হয়ে রোদ ঢালে পৃথিবীর পায়ে।

রোদ ঢালে কড়া তালে শুষে নেয় মাটি

তবুও সে দিয়ে যায় ভালোবাসা খাঁটি।

সকালের সোনারোদে ওড়ে বক পাখি

আকাশটা দেখে সেটা মেলে দুই আঁখি।

নীল নীল শাড়িটার আঁচলটা টেনে

সুখটুকু ছেঁকে নেয় সোনারোদ ছেনে।

সবটাই দেখি আমি জানালায় বসে

কত সুখ, কত হাসি রোজ পড়ে খসে।

দুই হাত পেতে বলি সকালের কাছে

আমাকেও দাও কিছু যতটুকু আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close