নূর আলম গন্ধী
০১ অক্টোবর, ২০২২
ভালোবাসো জানি দেশ

তোমার প্রেমে ফুল পাখি খেত
তোমার প্রেমে চাষি?
তোমার প্রেমে ঝরনাধারা
তোমার প্রেমে বাঁশি?
তোমার প্রেমে বৃদ্ধ-যুবা
তোমার প্রেমে নারী?
তোমার প্রেমে শিশু আছে
তোমার প্রেমে জারি?
তোমার প্রেমে নৌকাণ্ডমাঝি
তোমার প্রেমে পাল?
তোমার প্রেমে শাপলা শালুক
তোমার প্রেমে খাল?
তোমার প্রেমে বন-বনানী
তোমার প্রেমে হাঁস?
তোমার প্রেমে কাজল দিঘি
তোমার প্রেমে ঘাস?
তোমার প্রেমে প্রতিবেশী
তোমার প্রেমে মা?
তোমার প্রেমে আছেন বাবা
তোমার প্রেমে গাঁ?
তোমার প্রেমে গরিব দুঃখী
তোমার প্রেমে ভালো?
তোমার প্রেমে নেই ভেদাভেদ
তোমার প্রেমে আলো?
তোমার প্রেমে সবই আছে?
নও সাধারণ তুমি
ভালোবাস জানি দেশ ও
তামার জন্মভূমি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন