জাকির আজাদ
০১ অক্টোবর, ২০২২
জোহার ছড়া

জোহার আছে অতি প্রিয়
একটি পোষা বার্ড,
তার জন্য বুয়া থাকেন
সব সময়ই গার্ড।
জোহা ক্লাসে হয় প্রথম
হয় না সেকেন্ড থার্ড,
পড়াশোনা তার দখলে
হোক না যত হার্ড।
বাংলা অঙ্ক সব বিষয়ে
পাইয়ে পুরো মার্ক,
পোষা পাখি কক্ষে রাখে
বারান্দায় খুব ডার্ক।
রোজ বিকালে ঘুরতে যাবে
বাড়ির সামনে পার্ক,
ছবি আঁকে হিংস্র প্রাণীর
তিমি, ড্রাগন, শার্ক।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন