
২৪ সেপ্টেম্বর, ২০২২
মো. জাহিদুল ইসলাম
বকের ছানা

মস্ত বড় বাঁশের মাথায়- বক পাখিটার বাসা
চিকন-চাকন খর-কুটাতে যত্ন করে ঠাঁসা।
সেই বাসাতে ছিল আবার ছোট তিনটি ছানা
মাথায় আমার চিন্তা ভীষণ যায় কি করে আনা।
হঠাৎ করে সেদিন রাতে কালবৈশাখী ঝড়
তুলোর মতো উড়ে গেল তাদের ছোট্ট ঘর।
সকাল থেকে দেখি ছানা আমার ঘরের নিচে
বরফ সমান ঠাণ্ডা জলে গেছে শরীর ভিজে।
দেখে তারে কোলে নিলাম অনেক আদর করে
যত্ন করে খাইয়ে দিলাম অনেকটা দিন ধরে।
আস্তে আস্তে নিজের পায়ে উঠল সে দাঁড়িয়ে
আমি দেখে খুশি হয়ে দিলাম তাই উড়িয়ে।
এখন সে যে উড়ে বেড়ায় এই আকাশটা জুড়ে
নতুন নতুন গান বাঁধে সে নতুন নতুন সুরে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন