কনক কুমার প্রামাণিক
২৪ সেপ্টেম্বর, ২০২২
ফুলি

কাজল গাঁয়ের ছোট মেয়ে
নাম যে তার ফুলি
গ্রামময় সে বেড়ায় ঘুরে
মুখে মধুর বুলি।
মন ভোলানো হাসিতে তার
সবাই বাসে ভালো
সবাই তাকে আদর করে
গ্রামটা করে আলো।
ছোট্ট-বড় সবার প্রিয়
পড়ালেখায় সেরা,
ফুলি গ্রামে থাকলে পরে
মাতিয়ে রাখে পাড়া।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন