আলমগীর কবির

  ২৪ সেপ্টেম্বর, ২০২২

মেঘ বলে যায়

দোতলার এই ব্যালকনিতে

বিকেল আমি কাটাই

মনের কথা হাওয়ার খামে

মেঘের দেশে পাঠাই।

মেঘ উড়ে যায় কোন ঠিকানায়

চাই আমি তা জানতে

মেঘরা জানে কি আছে দূর

তেপান্তরের প্রান্তে।

মেঘ হয়ে যায় বন্ধু আমার

দেখায় খেলা কত্ত

পূরণ আমি তাই করে যাই

বন্ধু হওয়ার শর্ত।

মেঘের মতো নেই আমারও

রঙিন কোনো পাখনা

মেঘ বলে যায় বুকের ভেতর

যত স্বপ্ন থাক না।

দাও মেলে দাও পাখির মতো

দূরে উড়ে যাক না

আলোর আকাশ খুঁজে পেয়ে

মন সবার জুড়াক না!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close