সুপান্থ মিজান

  ১৩ আগস্ট, ২০২২

সব হারানোর দিন

এই দিনেতে ঝরে পড়ে

গোলাপ বেলি বকুল

ভেঙে পড়ে ফসলের মাঠ

এপার ওপার দুকূল।

ডুবে গেছে সূর্য তারা

আর আকাশের চাঁদও

সেই বেদনায় বীর বাঙালি

কাঁদছে এবং কাঁদও।

হারিয়েছি পথের দিশা

ডুবছি অন্ধকারে

হারিয়েছি মহাকবি

আর পাব না তারে।

হারিয়ছি কোমলমতি

রাসেলসোনা ভাই রে

সব হারিয়ে বুকের ভেতর

শোকের অন্ত নাই রে।

শোকও এখন পাল্টে গিয়ে

রূপ হয়েছে শক্তি

আজ সবাইকে করি স্মরণ

দিচ্ছি শ্রদ্ধা-ভক্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close