রহীম শাহ

  ১৩ আগস্ট, ২০২২

পঁচাত্তরের ভুলে

আকাশ কাঁদে বাতাস কাঁদে

কাঁদে নদীর জল

মুহুর্মুহু কাঁদতে থাকে

গাছ-পাখি, ফুল-ফল।

দূর সাগরের ঢেউরা কাঁদে

আছড়ে পড়ে কূলে

কাশের বাগান বিলাপ করে

পঁচাত্তরের ভুলে।

বাক-বাকুম পায়রাগুলোর

ভেঙে গেছে ডানা

ধান খুটে আর খায় না তারা

উঠোনে একটানা।

সবাই জানে কী এর কারণ

কারা যে এর মূলে

পায়রার খোপ শূন্য এখন

পঁচাত্তরের ভুলে।

খুকুর নূপুর গড়িয়ে গেছে

রক্ত মাটির কাদায়

জল টলমল খুকুর দুচোখ

বাঙালিদের কাঁদায়।

রাজপথে আজ হাজার শিশু

করছে হুলুস্থুল

সময় এবার শুধরে নেবার

পঁচাত্তরের ভুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close