সরোয়ার রানা

  ০৬ আগস্ট, ২০২২

গন্ধরাজ

বৃষ্টিভেজা গন্ধরাজের

মনভোলানো ঘ্রাণ

শুভ্র ফুলে বৃষ্টির ফোঁটা

নেয় কেড়ে যে প্রাণ।

মিষ্টি মিষ্টি ফুলের সুবাস

আকুল করে মন

হাওয়ার বেগে দুলছে দেখ

গন্ধরাজের বন।

হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে

এদিক-ওদিক যায়

ফুলের গন্ধ পাগল করে

ঘরে থাকা দায়।

গন্ধরাজের সঙ্গে সবার

কত স্মৃতি আছে

ফলের সুবাস দুহাত মেলে

ডাকে আমায় কাছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close