রাহমান সিদ্দিক

  ০৬ আগস্ট, ২০২২

কাঁঠাল

ফল যে আছে অহরহ

কাঁঠাল তবু প্রিয়,

গুণান্বিতে কাঁঠাল হলো

বাংলাতে জাতীয়।

কাঁঠালে রয় গুণে ভরা

খেয়ে হয় যে তুষ্টি,

রয় কাঁঠালে ভিটামিনও

অধিকহারে পুষ্টি।

পাকা কাঁঠাল ঘ্রাণে মুগ্ধ

করে সবার মনে,

জ্যৈষ্ঠি মাসে তৃপ্তি মিটে

খেয়ে সকল জনে।

রয় ভেতরে কোষে ভরা

খেতে দারুণ দানা,

কাঁচা কাঁঠাল বিচি রান্নায়

নেই যে খেতে মানা।

কাঁঠাল খেয়ে বতাও যে

দেয় না কেউ ফেলে,

দুধ বেশি দেয় গাভি তখন

কাঁঠাল বতা খেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close